BOD কি?
BOD এর পূর্ণরূপ হল Biological Oxygen Demand. যার অর্থ হল নির্দিষ্ট পরিমাণ যেমন প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক জৈব বস্তুকে 20° C তাপমাত্রায় বায়ুজীবী জীবাণু বা, ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ পচনশীল জৈব বস্তুকে বিযোজিত করতে ঐ পানির দ্রবীভূত অক্সিজেন থেকে যে পরিমাণ O2 ব্যয়িত হয়, তার পরিমাণ।
COD কি?
COD এর পূর্ণরূপ হল Chemical Oxygen Demand. নাম থেকেই বুঝা জায় যে, COD বলতে কি বুঝায়। COD বলতে মুলত বুঝায় প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল জৈব বস্তু ও অপচনশীল জৈবযৌগকে সম্পূর্ণ জারিত করে CO2, NH3, H2S ও পানিতে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন ঐ পানির DO থেকে দরকার হয়, তার পরিমাণ।
BOD ও COD এর মধ্যে পার্থক্য:
বিষয় | BOD | COD |
---|---|---|
পূর্ণরূপ | Biochemical Oxygen Demand | Chemical Oxygen Demand |
পরিমাণ নির্ধারণ | জৈব পদার্থের পরিমাণ যা ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষিত হয় | জৈব ও অজৈব উভয় ধরনের পদার্থের পরিমাণ যা অক্সিডাইজ করা যায় |
পরীক্ষার সময় | ৫ দিন (২০°C তাপমাত্রায়) | ২–৩ ঘণ্টা |
উপাদান | ব্যাকটেরিয়া ও প্রাকৃতিক প্রক্রিয়া | রাসায়নিক পদার্থ (যেমন: পটাশিয়াম ডাইক্রোমেট) |
নির্ভরতা | জীবিত ব্যাকটেরিয়ার কার্যক্ষমতার উপর নির্ভর করে | জীবিত ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় না |
ব্যবহার | জলদূষণের জৈবমান নির্ণয় করতে ব্যবহৃত হয় | জলদূষণের সামগ্রিক অক্সিজেন চাহিদা নির্ধারণ করতে ব্যবহৃত হয় |
মূল্য | COD থেকে সাধারণত কম হয় | BOD থেকে সাধারণত বেশি হয় |
Bod থেকে COD এর মান বেশি কেন?
পরিবেশ রসায়নে সারফেস ওয়াটারে রাসায়নিক অক্সিজেন চাহিদা (Chemical oxygen demand) বা COD এর মান দ্বারা ঐ নমুনা পানিতে পরোক্ষভাবে পচনশীল জৈববস্তু (biodegradable) ও অপচনশীল জৈবযৌগ (Non-biodegradable) এ উভয় প্রকার জৈববন্ধু ও জৈবযৌগের পরিমাণ পরিমাপ করা হয়। এতে, রাসায়নিক অক্সিজেন চাহিদা বেশি হয়, তাই COD এর মান BOD এর মান থেকে বেশি হয়।
BOD এবং COD এর অর্থ কী?
BOD অর্থ হলো Biological Oxygen Demand এবং COD এর অর্থ হলো Chemical Oxygen Demand।
Cod ও bod এর পার্থক্য কি?
BOD পরিমাপ করে জৈব পদার্থ ব্যাকটেরিয়া দ্বারা ভাঙতে কত অক্সিজেন দরকার, আর COD পরিমাপ করে রাসায়নিকভাবে জৈব ও কিছু অজৈব পদার্থ ভাঙতে কতটুকু অক্সিজেন লাগে। COD দ্রুত কাজ করে, যেখানে BOD নিতে সময় লাগে।
Comments
Post a Comment