কার্বানায়ন কাকে বলে?
কার্বানায়ন হল এমন একটি আয়নিক যৌগ, যার মধ্যে একটি কার্বন পরমাণু অতিরিক্ত ইলেকট্রন ধারণ করে, ফলে তার উপর ঋণাত্মক আধান থাকে। এটি এক ধরণের negative ion (anion) যেখানে কার্বনের উপর একটি লোন পেয়ার (lone pair) ইলেকট্রন থাকে। মূলত, ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বানায়ন বলে।
কার্বানায়নের সাধারণ গঠন
- কার্বন ত্রিসংযুক্ত হয় (sp³ hybridized)
- একটি lone pair ইলেকট্রন থাকে
- কার্বনের উপর ঋণাত্মক চার্জ থাকে
🔸 উদাহরণ: CH3−(মিথাইলকার্বানায়ন)
এখানে কার্বন তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে এবং একটি অতিরিক্ত electron ধারণ করছে।
কার্বানায়নের শ্রেণিবিন্যাস
কার্বানায়নগুলো সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় যথা - 1°, 2° এবং 3° কার্বন।
কার্বানায়ন কিভাবে তৈরি হয়?
কার্বানায়ন গঠিত হয় সাধারণত হাইড্রোজেন পরমাণু চলে যাওয়ার সময় বা নিউক্লিওফিলিক বিক্রিয়ায়, যেমন:
এখানে বেস (Base) একটি হাইড্রোজেন কে নিয়ে নেয় এবং বাকি কার্বন পরমাণু কার্বানায়নে রূপান্তরিত হয়।
কার্বানায়নের উদাহরণ
কার্বানায়নের উদাহরণ অসংখ্য হলেও বিশেষ হলো: (CH₃⁻), Ethyl Carbanion (CH₃CH₂⁻), Benzyl Carbanion (C₆H₅CH₂⁻), Allyl Carbanion (CH₂=CH-CH₂⁻) ইত্যাদি।
কার্বানায়ন ও কার্বোক্যাটায়ন এর পার্থক্যঃ
কার্বানায়নের উপর ঋণাত্মক আধান কেন থাকে?
কারণ কার্বন অতিরিক্ত একটি ইলেকট্রন ধারণ করে এবং চারটি নয় বরং তিনটি বন্ধন করে।
Comments
Post a Comment